ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

নারীর জন্য নিরাপদ সুবর্ণচর গড়ার অঙ্গীকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

নারীর জন্য নিরাপদ সুবর্ণচর গড়ে তুলতে নোয়াখালীর সুবর্ণচরে শপথ নিয়েছে তরুণ-তরুণীসহ স্থানীয় পাঁচ শতাধিক মানুষ। সোমবার দুপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে আয়োজিত‘ নারীর প্রতি সহিংসতা রুখতে আমরা’ শীর্ষক এক প্রজন্ম সংলাপে অংশগ্রহণকারীরা এই শপথ নেয়।
 
বিগত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় থেকে এই অঞ্চলে সংঘঠিত ধর্ষণ, যৌন হয়রানিসহ নারীর প্রতি বিভিন্ন ধরণের সহিংসতার ঘটনা দেশব্যপী ব্যাপকভাবে সমালোচনা  সৃষ্টি হয়। চলমান এই সহিংসতার কারণ, করণীয় এবং স্থানীয় জনগণ ও সেবাপ্রদানকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে একটি সমন্বিত পথনকশা তৈরির লক্ষ্যে এ আয়োজন। 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পার্টিসিপেটরি রিসার্চ এ্যাকশন নেটওয়ারক- প্রান ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল এবং এ্যাকশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় এ সংলাপটি অনুষ্ঠিত হয়। 

সংলাপে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একশান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীষা, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসানসহ অনেকে। 

কেআই/আরকে