ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

অতিথি পাখি শিকারের অপরাধে ৪ জনকে জরিমানা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

গোপালগঞ্জে অতিথি পাখি শিকার ও সরকারী খাল ভরাট করার অপরাধে ৪ ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার কাশিয়ানীতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ জানান, কাশিয়ানী উপজেলার রাতইল বিলে অতিথি পাখি শিকার করছিলেন তিন যুবক। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯টি অতিথি পাখিসহ ওই তিন যুবককে আটক করা হয়। 

অতিথি পাখি শিকারের দায়ে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার জসিম উদ্দিনকে ২০ হাজার, একই উপজেলার তাপস বিশ্বাস ও গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার কবিরুলকে ৩০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত ৯টি পাখির মধ্যে জীবিত দুইটি পাখিকে অবমুক্ত করা হয় ও জবাই করা ৭টি পাখি এতিম খানায় দেয়া হয়।এসময় পাখি শিকারে ব্যবহৃত বন্দুক ও ৮টি তাজা কার্তুজ জব্দ করা হয়।

অপরদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সরকারী খাল বালু দিয়ে ভরাট করার দায়ে ইমন(২০) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা দিতে না পারায় অভিযুক্তকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। 

কেআই/আরকে