ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

সিরাজগঞ্জে বিজয় র‌্যালিতে হামলার প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

সিরাজগঞ্জ শহরে বিজয় মিছিল চলাকালে বিএনপির হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিছিল পূর্ব আলোচনা সভায় সংগঠনের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-২ সদর আসনের এমপি অধ্যাপক ডা. হাবীবে মিল্লাত মুন্না, সহ-সভাপতি কেএম হোসেন আলী হাসান, এ্যাড. বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, ‘৭১-এ এদেশের ছাত্র-জনতা ও মুক্তিযোদ্ধারা পাকিস্তানকে পরাস্ত করে লাল-সবুজ পতাকা অর্জন ও স্বাধীনতা এনেছিলো। বিজয়ের মাসে সেই মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালিয়েছে। এতে বিএনপি আবারো প্রমাণ করেছে তারা পাকিস্তানের পেতাত্মা। জনবিচ্ছিন্ন বিএনপি-জামায়াত আবারো মাথা চাড়া দিয়ে মানুষকে হত্যা করতে চায়।’  

তারা বলেন, ‘মামলা হয়েছে, আশা করি পুলিশ তাদের আইনের আওতায় আনবে। তা না হলে আমাদের নেতাকর্মীরা আর বসে থাকবে না।’ 

পরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এদিকে আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শহরজুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। 

এআই/এসি