ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

সৌদি আমন্ত্রণ প্রত্যাখ্যান কাতারের আমিরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২২ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

সৌদি আরবের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কাতারের আমির। রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ করেছিল সৌদি। কিন্তু সেটি প্রত্যাখ্যান করে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি।

আজ মঙ্গলবার কাতারের সরকারি বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি বা কিউএনএ জানিয়েছে, পিজিসিসি শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য শেখ তামিম দেশের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বিন খালিফা আল সানিকে প্রতিনিধিদলের প্রধানের দায়িত্ব দিয়েছেন।

কাতারের আমির শেখ তামিমকে গত সপ্তাহে সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু কাতারের আমির আসন্ন এ বৈঠকের মাধ্যমে দোহা ও রিয়াদের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন অবসানের কোনো সম্ভাবনা দেখছেন না।

গত ত্রিশ মাস ধরে সৌদি আরব এবং কাতারের ভেতরে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। সৌদি আরব, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত কাতারের ওপর সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে।

এসি