ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

এখনও অবরুদ্ধ এসএ টিভির মালিক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩ এএম, ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ১০:৩৪ এএম, ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভির মালিক সালাউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত সংবাদকর্মীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছে। টেলিভিশনটির কার্যালয়ের নিচে এখনও অবস্থান করছেন কর্মরত সাংবাদিকরা। 

এসএ টিভিতে কর্মরত এক সাংবাদিক একুশে টিভিকে জানান, এখনো অবরুদ্ধ করে রাখা হয়েছে মালিককে। আমরা সবাই টেলিভিশনের কার্যালয়ের নিচে অবস্থান করছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

এছাড়া গতকাল মঙ্গলবার আন্দোলনরত সাংবাদিকরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা বেলা তিনটায় এসএ টিভি কার্যালয়ে যান। পরে বিকাল চারটায় প্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন। টানা পাঁচ ঘণ্টার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এসএ টিভির শতাধিক কর্মচারী বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে প্রতিষ্ঠানের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

তারা জানান, সমস্যা সমাধানে মালিকের সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা একাধিকবার আলোচনায় বসলেও কোনও সুরাহা হয়নি। এ কারণে তারা আন্দোলনে নেমেছেন।

১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত সাংবাদিকরা।