ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

শার্শায় মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে তথ্যকেন্দ্রের উঠান বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে শার্শায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার শ্যামলাগাছী গ্রামের পোতাপাড়াতে এ বৈঠকের আয়োজন করে মহিলা ও শিশু মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় সদর তথ্যকেন্দ্র।

তথ্যসেবা কর্মকর্তা সুমনা পারভীনের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার আহসান কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, তথ্যসেবা সহকারী মোছা. সেলিনা খাতুন প্রমুখ।

বৈঠকে বাল্যবিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নে ডিজিটাল সেবাসমূহ ডিজিটাল বাংলাদেশ, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, সরকারি সেবা, সেবাপ্রদানকারী অফিসের সাথে যোগাযোগ, ইন্টারনেটের মাধ্যমে তথ্যসেবা প্রদান, প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ ‘তথ্য আপা’ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সুবিধাবঞ্চিত ও কম সুবিধাপ্রাপ্ত ৫০ জন উদ্যোগী মহিলা বৈঠকে উপস্থিত ছিলেন। 

কেআই/আরকে