বোল্টন ওয়ানডারার্সকে ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস
প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১১:৫৯ এএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার
এফএ কাপ ফুটবলে জয় পেয়েছে ক্রিস্টাল প্যালেস। বোল্টন ওয়ানডারার্সকে ২-১ গোলে হারিয়েছে তারা।
সেলহার্স পার্কে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। একাধিক সুযোগ পেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই হেনরির গোলে এগিয়ে যায় বোল্টন ওয়ানডারার্স। এরপর মরিয়া হয়ে আক্রমণ চালায় ক্রিস্টাল প্যালেস। ৬৮ মিনিটে বেনটেকের গোলে ১-১ সমতার আনে তারা। এর ৯ মিনিট নপর বেনটেক নিজের ও দলের পক্ষ্যে দ্বিতীয় গোল করলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাল প্যালেস।