ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

জয় পেয়েছে ভেনাস উইলিয়ামস, এলিনা সিটোলিনা ও কেই নিশিকোরি

প্রকাশিত : ১২:০০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১২:০০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতয়ি রাউন্ডে জয় পেয়েছে ভেনাস উইলিয়ামস, এলিনা সিটোলিনা ও কেই নিশিকোরি। মেলবোর্নে মহিলা এককে সাবেক এক নম্বর যুক্তরাষ্টের ভেনাস উইলিয়ামস সহজেই জয় পান। দ্বিতীয় রাউন্ডের প্রথম সেটে সুইজারল্যান্ডের স্টেফানি ভোগেলেকে ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে তৃতয়ি রাউন্ডে উঠেন। এদিকে অপর ম্যাচে ইউক্রেইনের এলিনা সিটোলিনাও সহজ জয় পান।  যুক্তরাষ্ট্রের জুলিয়া বোসেরাপকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি।