ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪,   চৈত্র ৪ ১৪৩০

রাজশাহীতে টিনের চালে কৃষি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৪ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৭ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

টিনের চালে সারি সারি টব। তাতে বেগুন, সিম, করলা, শসা, পুঁইশাকসহ নানা জাতের সবজি। রয়েছে পেয়ারা, আম, চায়না কমলা, বেদানা, কদবেলসহ বিভিন্ন ফলের গাছ। সতেজ শাক-সবজি আর থোকা থোকা ফল, যে কারও নজর কাড়বে।

রাজশাহীর নাগরিক জীবনে ছাদ কৃষি বেশ সাড়া ফেলেছে। সৌখিন ছাদ কৃষিকে অনেকেই এখন গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তাই বলে টিনের চালে কৃষি! বাড়ির টিনের চালে শাক-সবজি ও ফলের চাষাবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন রাজশাহীর সোহাগ আলী।

রাজশাহী মহানগরীর তেরোখাদিয়ার উত্তরপাড়ায় একতলা ছাপরা ঘরের টিনের চালে সোহাগ আলী গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন এই বাগান।

শখের বসে বছর খানেক আগে সোহাগ টিনের চালে টব বসিয়ে রোপণ করেন চারাগাছ। সবজি পেতে শুরু করেন মাসখানেক পর। ফলও পাচ্ছেন নিয়মিত। তবে টিনের চালে গাছের পরিচর্যা একটু কঠিন বলে জানান তিনি।

বাড়িতে সার-কীটনাশক ছাড়া এই ফলনে খুশি সোহাগ আলীর পরিবার। -প্রতিবেশী-স্বজনদেরও সবজি ও ফল উপহার দেন তারা।

এ ধরনের উদ্যোগকে উৎসাহ দিচ্ছে কৃষি দপ্তর।

টিনের চালে সবজির বাগান পরিবেশবান্ধব  বলেও মনে করেন কৃষি কর্মকর্তারা।