ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

অঞ্জন আইচের ‘কানামাছি’র যাত্রা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৩৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

প্রথম সিনেমা ‘আগামীকাল’র পর এবার দ্বিতীয় সিনেমা ‘কানামাছি’র যাত্রা শুরু করলেন ছোট পর্দার জনপ্রিয় পরিচালক অঞ্জন আইচ। বুধবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সিনেমার কাজ শুরুর ঘোষণা দেন পরিচালক। 

কানামাছিতে একসঙ্গে জুটি বাধছেন সময়ের জনপ্রিয় অভিনেতা ইমন ও সূচনা। এছাড়া আরও অভিনয় করবেন অভিনেতা আ খ ম হাসান, জাকিয়া বারী মম, আরফান আহমেদ, ফারুক আহমেদ, টুটুল চৌধুরি, মাহবুব শাহীনসহ আরও অনেকে। 

বিডি বক্স মাল্টিমিডিয়া প্রযোজিত ‘কানামাছি’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অঞ্জন আইচ নিজেই।

অঞ্জন আইচ বলেন, ‘দীর্ঘদিন আমি টেলিভিশন নাটকের পরিচালনা করছি। প্রায় ২শ’র অধিক নাটক-টেলিফিল্ম বানিয়েছি। চলচ্চিত্র বানানো আমার স্বপ্ন। একটু একটু করে সঞ্চিত অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে চাই এই সিনেমায়। আমার প্রথম সিনেমা ‘আগামীকাল’ এখনো মুক্তি পায়নি। শুটিং শেষ, এডিটিংয়ের কাজ শেষ পর্যায়ে। আশা করি দর্শকদের মন ছুয়ে যাবে। বরারবরের মতো ‘কানামাছি’ তেও থাকছে ইমন ও সূচনা।’

ইমন ও সূচনার প্রশংসা করে তিনি বলেন, ‘তারা দুজনেই খুব ভাল অভিনেতা, তাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, কোনো প্যারা নাই। আমি যেভাবে চাই, ঠিক সেভাবেই তারা অভিনয়ের ডেলিভারি দেয়। আর গল্পের প্রয়োজনেই তাদেরকে এই সিনেমায় নিতে হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আন্তরিকতা। তাদের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’

অঞ্জন আইচ বলেন, ‘দীর্ঘদিন ধরে এ ছবির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করেছি। গল্পটি কমেডি ও ভ্রমণ নিয়ে, সাথে থাকবে রহস্য। সবাই পরিবারসহ হলে গিয়ে সিনেমাটি দেখতে পারবে। দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি চলচ্চিত্র উপহার দিতে পারব বলে আমার বিশ্বাস।’

নায়ক ইমন বলেন, ‘সবচেয়ে বড় কথা প্রায় একই টিম নিয়ে স্বল্পবিরতির পর আবারও আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এবারের গল্পের থিমটাও বেশ। শুনেই আমার মজা লেগেছে। কমেডি ঘরানার গল্প হলেও এতে বিশেষ কিছু বার্তা থাকবে।’

আগামী মার্চ থেকে নেপালের মনোরম পরিবেশে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক। এছাড়া সিনেমাটির কিছু অংশ বাংলাদেশেও ধারণ করা হবে।