ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

বাগেরহাটে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে’ এই প্রতিপাদ্যে বাগেরহাটে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সরদার মাসুদসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ‘ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি মানুষের জীবনকে আরো সহজ করেছে। তথ্যপ্রযুক্তির এই যুগে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদানের মান আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।’

এআই/