সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা
প্রকাশিত : ১২:১৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১২:১৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার
মাঘের শুরুতে সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। দিন-রাতে বেশীর ভাগ সময় ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে উত্তরের বিভিন্ন অঞ্চল। এদিকে শীত জনিত অসুস্থতায় রংপুরে ৩ দিনে মারা গেছে ৭শিশু।
হাড় কাপানো শীতে কাবু হয়ে পড়েছে গাইবান্ধার চরাঞ্চলবাসী। চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড়ে গরম কাপড়ের অভাবে ছিন্নমূলরা। এদিকে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রংপুরের হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক মানুষের ভীড়। প্রচন্ড শীতের কারনে নিউমোনিয়া, কোল্ড-ডায়রিয়া , শ্বাস কষ্টসহ নানান রোগ ছড়িয়ে পড়েছে। রংপুর হাসপাতালে ভর্তি আছে ৩ শতাধিক শিশু।