ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

খুলনায় নিজ বাড়ি থেকে কীর্ত্তণ শিল্পী প্রফুল্ল বিশ্বাসের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১২:১২ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১২:১২ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার

খুলনার রুপসার আলাইপুরের পিঠাভোগ এলাকায় নিজ বাড়ি থেকে কীর্ত্তণ শিল্পী প্রফুল্ল বিশ্বাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশির মেয়ে প্রফুল্লর বাড়িতে সন্ধ্যাবাতি দিতে গিয়ে তার মৃতদেহ দেখতে পায়। পরে মেয়েটির চিৎকার করলে বাড়ির বারান্দা থেকে প্রফুল্লের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সোমবার রাতে কীর্ত্তন করে বাড়ি ফেরেন প্রফুল্ল বিশ্বাস। সে সময় বাড়িতে ছিল তার বড় ছেলে প্রশান্ত বিশ্বাস। ঘটনার পর থেকে পলাতক রয়েছে প্রশান্ত।