রাজশাহী-ঢাকা রুটের একটি নৈশকোচে ডাকাতি
প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১২:০৮ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার
রাজশাহী-ঢাকা রুটের একটি নৈশকোচে অভিনব পদ্ধতিতে ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশ জানান, গেলো রাতে রাজশাহী থেকে আসা বাসটি গাবতলীতে যাত্রীদের নামিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের একটি সিএনজি পাম্পে রাখা হয়। রাত ১১টার দিকে একদল ডাকাত বাসে উঠে চালক ও সহকারীর হাত-পা বেধে বাস চালিয়ে বিভিন্ন স্ট্যান্ড থেকে যাত্রীদের তুলে নেয়। পরে যাত্রীদের মেরে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট করে শিমুলতলা ডগরমোড়ায় সেন্ট্রাল চক্ষু হাসপাতালের সামনে বাসটি রেখে পালিয়ে যায়। যাত্রীদের গোঙ্গানী শুনে ১৫ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।