ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

আজ মুখোমুখি সিলেট-রাজশাহী, ঢাকা-কুমিল্লা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬ এএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিপিএলের তৃতীয় দিনে আজও রয়েছে দুটি ম্যাচ। আসরের পঞ্চম ম্যাচে দিনের শুরুতে সিলেট থান্ডারের বিপক্ষে মাঠে নামবে নিজেদের প্রথম ম্যাচে ঢাকাকে উড়িয়ে দেয়া রাজশাহী রয়্যালস। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। 

উভয়ের এটি দ্বিতীয় ম্যাচ। আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চ্যালেঞ্জিক স্কোর দাঁড় করিয়েও শেষ রক্ষা হয়নি সিলেটের। হেরেছে ৫ উইকেটের ব্যাবধানে। ফলে দ্বিতীয় ম্যাচে জয় পেতে বেশ উদগ্রিব মোসাদ্দেক হোসেন সৈকতের দল। 

অপরদিকে,  লিটন দাস, হযরতুল্লাহ জাজাই ও শোয়েব মালিকদের অনবদ্য ব্যাটিংয়ে রোমাঞ্চকর জয় দিয়ে বিপিএল যাত্রা শুরু করেছে রাজশাহী রয়্যালস। 

বৃহস্পতিবারের সে ম্যাচে তামিম ও আফ্রিদির ব্যর্থ ব্যাটিংয়ে ১৩৪ রানে আটকে যায় গতবারের রানার্সআপরা। আবু জায়েদ রাহীর পেস বোলিংয়ে তামিম ও ইভেনসরা যখন ব্যর্থ, তখন এনামুল হকের ৩৮ ও দলপতি মাশরাফি বিন মর্তুজার ১৮ রানে ভর করে এ স্কোর দাঁড় করায় ঢাকা। 

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি আন্ড্রে রাসেলদের। শুরু থেকে বেশ মারমুখী লিটন দলীয় ৬২ রানের মাথায় ২৭ বলে ৩৯ রানের ঝমকালো ইনিংস খেলে বিদায় নিলেও, অর্ধশতকে পা রাখেন হযরতুল্লাহ জাজায়। 

শেষ পর্যন্ত জাজায় ৫৬ ও শোয়েব মালিক ৩৬ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন, দল জিতে ৯ উইকেটে। ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের সে ধারা অব্যহত রাখতে চায় আন্ড্রে রাসেলরা। 

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়ার্স। রাজশাহীর কাছে হেরে ব্যাকফুটে থাকা মাশরাফিদের বিপক্ষে ম্যাচেও জয় পেতে চায় কুমিল্লা। 

আসরের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে ১০৫ রানের বিশাল জয় দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করে কুমিল্লা। সে ধারাবাহিতা ধরে রাখতে চায় দাসুন সানাকার দল। অপরদিকে, ঘুরে দাঁড়াতে মরিয়া মাশরাফিরা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাত ৭টায় শুরু হবে ম্যাচটি। 

এআই/