শেষ টেস্টে ভাল করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০২:৩৭ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার
কঠিন হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ভাল করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল। বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দলের অনুশীলনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন আশার কথা বলেন বাংলাদেশ দলের কোচ হাথুরুসিংহে। তবে, প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থায় থাকার পরও হার নিয়ে মাঠ ছাড়ায় নিজের হতাশা ব্যাক্ত করে তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক এই সিরিজে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টুয়েন্টি আর একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটি ম্যাচে হেরে কোনঠাসা সফরকারীরা। সবশেষে ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে শুরুর দিকে দাপট দেখিয়ে শেষ পর্যন্ত ৭ উইকেটের হতাশাজনক হার। এমন হারে স্বাভাবিকভাবেই হতাশ দলের প্রধান কোচ চন্দিকা হাথুরু সিংহে।
তিনি বলেন, 'ম্যাচে সুযোগ সৃষ্টির পরও আমরা হেরেছি। বিশেষ করে প্রথম টেস্টে দল সুবিধাজনক অবস্থায় ছিল। এই ধরনের হারের পর স্বাভাবিকভাবেই আমরা হতাশ।'
একদিকে বাজে পারফরমেন্স। তার উপর একাধিক খেলোয়াড়ের ইনজুরি। এনিয়ে চিন্তার ভাঁজ হাথুরুসিংহের। এরপরও শেষ ম্যাচে ভালো কিছু করার আশা ছাড়ছেন না তিনি।
তিনি আরও বলেন, 'দ্বিতীয় টেস্টের আগে মুশফিকের ডাক্তারের কাছে কিছু পরীক্ষা করাতে হবে। আর ইমরুলের সম্ভাবনা ফিফটি ফিফটি। এরপরও আমরা একটা ভাল শুরুর প্রত্যাশায় আছি।'
এদিকে, বৃষ্টির কারনে বুধবার সবাই অনুশীলনা না করলেও ঐচ্ছিক ব্যাটিং আর বোলিং করেছেন মাহমুদুল্লা, রুবেল ও সৌম্য সহ একাধিক ক্রিকেটার। শুক্রবার হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।