ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

নরসিংদীতে ৯৯ জন মুক্তিযোদ্ধার মাকে রত্নগর্ভা সম্মাননা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

নরসিংদীতে ৯৯ জন মুক্তিযোদ্ধার মাকে রত্নগর্ভা সম্মাননা প্রদান করেছেন নরসিংদী জেলা প্রশাসন। এবারের বিজয় দিবসের ৫দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী হলরুমে এই সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রথমে সকল রত্নগর্ভা মায়েদের ফুলের তোড়া ও উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। এরপরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। 

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান  আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মোতালিব পাঠান, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, মুক্তিযোদ্ধার মা শুভারানী ও বানেছা বেগম। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার মুক্তিযোদ্ধাদের ৯৯ জন রত্নগর্ভার প্রত্যেককে একটি করে মানপত্র, কম্বল, ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানান। এসময় জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের স্মরণ করে নিজে কাঁদলেন এবং সমবেত উপস্থিতিদের কাঁদালেন। 

এ সময় জেলা প্রশাসক বলেন, যে মায়েরা নিজেদের চিন্তা না করে তাদের সন্তানদের যুদ্ধে পাঠিয়েছেন দেশকে শত্রুমুক্ত করতে দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে সেই মায়েরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা। এই মায়েদের আজ সম্মান জানাতে পেরে জেলা প্রশাসন ধন্য। ভবিষ্যতেও এই মায়েদের সম্মাননা জানাবে জেলা প্রশাসন।

কেআই/আরকে