ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

কেরানীগঞ্জে আগুনের ঘটনায় আরও দুইজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার

রাজধানীর অদূরে কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলা আবাসিক এলাকার প্রাইম প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও দুই শ্রমিক মারা গেছেন। এ নিয়ে কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।

রোববার ভোরে তারা মারা যান। মৃত শ্রমিকরা হলেন- মোস্তাকিন (২২) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকার আব্দুর রাজ্জাক (৪৫)।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোবার ভোররাতে মোস্তাকিন ও রাজ্জাক শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। এখনও ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত বুধবার বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর গত শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

একে//