ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

ডেসটিনির চেয়ার‌ম্যান-এমডির জামিন আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার

জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। আবেদনের প্রেক্ষিতে জামিনের বিষয়ে আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৫ ডিসেম্বর) ওই আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এবং মামলার বাদী দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘২০১৬ সালের নভেম্বরে ডেসটিনির গাছ বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেবেন, এমন শর্তে দুইজনকে জামিন দিয়েছিলেন আপিল বিভাগ। এ শর্ত সংশোধন চেয়ে তারা ২০১৭ সালে আপিল বিভাগে আবেদন করেন। সে আবেদন ওই বছরের ৩০ নভেম্বর খারিজ হয়ে যায়। এখন তারা আবার জামিন চাইলেন। কিন্তু কোনো শর্ত পূরণ করলেন না। আমরা আবেদন খারিজ করার আর্জি জানিয়েছি।’

জানা গেছে, ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইনসহ ডেসটিনি গ্রুপের ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দু’টি মামলা করে দুদক।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে ৩ হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দু’টি করা হয়। বর্তমানে এ মামলায় দু’জনই কারাগারে রয়েছেন।

এআই/