ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী মিতু হত্যার ঘটনায় অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৭:৫৬ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার

সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় বাকলিয়া থানায় করা অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বুধবার মহানগর দায়রা জজ শাহে নূরের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ কামরুজ্জমান। এসময় আসামী ভোলা ও মনিরকে আদালতে হাজির করা হয়। পরবর্তি শুনারীর তারিখ ২২ ফেব্র“য়ারী। গত ২২ নভেম্বর এই মামলার অভিযোগ গঠন করে আদালত।