ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

গাজীপুরে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ড, ১০ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার | আপডেট: ০৯:০২ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার

লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

গাজীপুরের হারিনালে একটি ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে অন্তত দশ জনের প্রাণহানী হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ অগ্নীকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, রোববার সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে সদর উপজেলার বারিয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় লাক্সারি ফ্যান কারখানায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

এনএস/