ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৮:০৪ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭ বুধবার

সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। দিনে-রাতে বেশীর ভাগ সময় ঘন কুয়াশায় আচ্ছন্ন উত্তরের জনপদ। এদিকে শীতজনিত অসুস্থতায় রংপুরে ৩ দিনে মারা গেছে অন্তত ৭ শিশু। রোগীর সংখ্যা বেড়েছে বাগেরহাট ও ঝালকাঠির হাসপাতালগুলোতেও। মাঘের হাঁড় কাঁপানো শীতে কাবু উত্তরের বিভিন্ন অঞ্চল। প্রতিদিনই কমছে তাপমাত্রা। সেই সঙ্গে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রংপুরের হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক মানুষের ভীড়। ছড়িয়ে পড়েছে নিউমোনিয়া, কোল্ড-ডায়রিয়া, শ্বাস কষ্টসহ নানা রোগ। গেলো ৩ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত ৩ শতাধিক শিশু ভর্তি হয়েছে। ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে বাগেরহাটের হাসপাতালগুলোতেও। তাদের মধ্যে শিশুই বেশি। তবে সদর হাসপাতালে শিশু রোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তার স্বজনদের। এদিকে ঝালকাঠিতেও বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। গরম কাপড়ের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের ছিন্নমূল মানুষ