ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

১৭ ডিসেম্বর : ইতিহাসে এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫ এএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৭ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ১৭ ডিসেম্বরের ঘটনাবলি :
১৩৯৯ - পানিপথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।
১৮৭৩, বুদাপেস্ট নগরীর পত্তন হয়।
১৯০৩ - রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজে উড্ডয়ন করেন।
১৯৯৬ - পেরুর জিম্মি সংকট শুরু।

আজ যাদের জন্মতারিখ :
১৭৭০ - জার্মান সুরকার এবং পিয়ানো বাদক লুড‌উইগ ভ্যান বেটহোভেন।
১৯৩৬ - বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক দেবেশ রায়।
১৯২০ - টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী কেনেথ আইভার্সন।
১৯৭৯ - বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর।

আজ যাদের মৃত্যু হয় :
১৯৩১ - হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ।
২০১১ - কিম জং ইল, গণতান্ত্রিক উত্তর কোরিয়ার শাসক ও প্রধান ব্যক্তিত্ব। তিনি কিম জং উনের বাবা।

এসএ/