ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে অপহরণের পরিকল্পনা করেছিল আইএস

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৯ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৩:১৫ পিএম, ৯ মার্চ ২০১৬ বুধবার

Malaysia-ISগেল বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক-সহ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে অপহরণের পরিকল্পনা করেছিল জঙ্গী গোষ্ঠি আইএস। জঙ্গীরা রাজধানী কুয়ালালামপুর-সহ বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনাও করেছিলো। তবে দেশটির পুলিশ তাদের পরিকল্পনা বানচাল করে দেয় বলে জানান উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। তিনি দেশটিতে স্বরাষ্ট্রমন্ত্রীরও দায়িত্ব পালন করছেন। পার্লামেন্টের এক বক্তব্যে জাহিদ বলেন, গেলো বছরের ৩০ জানুয়ারি আইএস এর সঙ্গে সম্পর্কিত ১৩ ব্যক্তি এ পরিকল্পনা করছিলো। তারা বিস্ফোরক প্রস্তুত করে পরীক্ষাও করেছিল। তিনি জানান, মালয়েশিয়ায় আইএস এর অবস্থান না থাকলেও, সিরিয়ান নেতাদের নির্দেশে তারা এসব করছিলেন।