ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

চট্টগ্রামের উন্নয়নসহ গ্রামীণ এলাকায় অবকাঠামো নির্মাণে কাজ করছে বর্তমান সরকার

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নসহ গ্রামীণ এলাকায় অবকাঠামো নির্মাণে কাজ করছে বলে জানিয়েছেন সংসদ সদস্য এম.এ লতিফ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পাঠানটুলিতে শীতার্ত ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় পাঠানটুলি এলাকার প্রায় ২ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে পাড়ায় মহল্লায় দলকে সুসংহত করার আহবান জানান তিনি।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদেরসহ দলীয় নেতারা।