ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৬ ১৪৩১

শীর্ষ আয়ের অভিনেত্রী দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ১২:২৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার

দীপিকা পাডুকোন। শুধু বলিউডেই নয়, বিশ্বজুড়েই খ্যাতি রয়েছে তার। ক্যারিয়ারে সম্মানটাও পেয়েছেন বেশ। নিজের কাজের প্রমাণ দিয়ে বহুবার জয় করেছেন বিশ্ব। নতুন খবর হচ্ছে, তিনি বিশ্বে শীর্ষ আয়ের অভিনেত্রীদের তালিকায় উঠে এসেছেন।

সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনে ১০ জনের একটি নাম প্রকাশ করা হয়েছে। যে তালিকায় বলিউড থেকে রয়েছে দীপিকার নাম। তবে ১০ নম্বরে রয়েছেন তিনি।

জানা গেছে, গতবছর মোট ১০ মিলিয়ন ডলার আয় করেছেন দীপিকা। আর সে কারণেই এই স্থান দখল করেছেন তিনি।

এই তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন তারকা জেনিফার লরেন্স। ২৬ বছরের এই তারকা গতবছর আয় করেছেন ৪৫ মিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেলিসা ম্যাককার্থি। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেন তিনি। তার আয় ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন স্কারলেট জোহানসন। তার আয় ২৫ মিলিয়ন ডলার।

এছাড়া জেনিফার অ্যানিস্টন রয়েছেন চতুর্থ অবস্থানে। ৪৭ বছর বয়সী এই অভিনেত্রীর আয় ২১ মিলিয়ন ডলার। ফোর্বসের তালিকায় চীনের অভিনেত্রী ও গায়িকা ফ্যান বিংবিং রয়েছেন পঞ্চম স্থানে। তার আয় ১৭ মিলিয়ন ডলার। মার্কিন অভিনেত্রী শার্লিজ থেরন রয়েছেন ষষ্ঠ অবস্থানে। তার আয় ১৬ দশমিক ৫ মিলিয়ন ডলার।

সপ্তম স্থানে রয়েছেন হলিউড অভিনেত্রী অ্যামি অ্যাডামস। তার আয় ১৩ দশমিক ৫। জুলিয়া রবার্টস রয়েছেন অষ্টম স্থানে। তার আয় ১২ মিলিয়ন ডলার। এই তালিকায় মার্কিন অভিনেত্রী মিলা কুনিস আছেন ৯ নম্বরে। তার আয় ১১ মিলিয়ন ডলার।
এসএ/