অন্য সম্প্রদায়ের একজনকে বিয়ে করায় অপহরণের শিকার হয়েছিলেন জোছনা চাকমা
প্রকাশিত : ০৫:৫১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০২ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
রাঙ্গামাটিতে অন্য সম্প্রদায়ের একজনকে বিয়ে করায় অপহরণের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন জোছনা চাকমা।
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। জোছনা চাকমা বলেন, তাকে ইউপিডিএফের সহযোগি সংগঠন যুব পরিষদের কর্মীরা অপহরণ করে নির্যাতন চালায়। পায়ে ও গলায় শিকল পরিয়ে রাখে বলেও জানান তিনি। দুইমাস বন্দি থাকার পর পালিয়ে এসে সেনাবাহিনীর সহায়তায় স্বামী অপু চন্দ্র সিংহের কাছে ফিরে যান জোছনা। অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানিয়েছেন জোছনা চাকমা ও তার স্বামী।