নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল
প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে।
প্রতিবেদনটি আগামী রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে। এর আগে গত ০৩ জানুয়ারি প্রতিবেদন দাখিলে দুই সপ্তাহ সময় দিয়েছিলেন হাইকোর্ট। আদালতে রাট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। ইসলাম ধর্ম অবমাননার গুজব ছড়ানোর পর ১৩ মে পিয়ার সাত্তার লতিফ হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত লাঞ্ছনার শিকার হন। এদিকে কুমিল্লার কিশোরী প্রতিবন্ধিকে ধর্ষনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে করা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে।