ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

সামরিক সচিবের মরদেহ দেখতে গেলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ১১:৩১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার

প্রধানমন্ত্রীর সামরিক সচিব সদ্য প্রায়ত মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের মরদেহ দেখতে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট সম্মিলিত সামরিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে মরহুমের পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটান এবং তাদেরকে সান্ত্বনা দেন। 

এ সময় সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জয়নুল আবেদিন মঙ্গলবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি ১৯৬০ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালের জুনে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। ‘বীর বিক্রম’ খেতাব প্রাপ্ত এ সেনা কর্মকর্তা ২০১১ সালের ২৮ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ২ কন্যা সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এমএস/আরকে