ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

পুনর্বাসনের দাবী জানিয়েছে হকার সমন্বয় পরিষদ

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবী জানিয়েছে হকার সমন্বয় পরিষদ। অবিলম্বে পুনর্বাসন নীতিমালা ও আইন চায় সংগঠনটি। আর আইন না হওয়া পর্যন্ত ফুটপাতে হকারদের ব্যবসা করতে দেওয়ারও দাবি তাদের। তা না হলে কর্মসূচি অব্যহত থাকবে বলেও জানিয়েছেন সংগঠনটির নেতারা। রাজধানীর মতিঝিল ও গুলিস্তানসহ দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। গত কয়েকদিনের অভিযানে ভেঙে ফেলা হয়েছে ফুটপাতের অবৈধ স্থাপনা। পুনর্বাসনের আগে উচ্ছেদ বন্ধে শুরু থেকেই সোচ্চার হকাররা। জাতীয় প্রেসক্লাবের সামনে হকার সমন্বয় পরিষদের এই সমাবেশ থেকে অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাদের। সমাবেশে যোগ দেন জাসদ নেত্রী শিরিন আখতার। রুটি-রুজির ব্যবস্থা না করে ব্যবসা বন্ধ করে দেওয়া অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে সংহতি জানিয়ে বিশিষ্টজনরাও হকারদের দাবির প্রতি সমর্থন জানান। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার প্রায় ৩ লাখ হকারকে দ্রুত পুনর্বাসন করা না হলে আরো কঠিন কর্মসূচিরও হুশিয়ারী দিয়েছে হকার সমন্বয় পরিষদ।