প্রবৃদ্ধি ১০ শতাংশে পৌঁছাবে
প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
৫ই জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়াটা বেগম খালেদা জিয়ার নির্বুদ্ধিতা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর্থিক নীতি বিষয়ক একটি সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। সরকারের চলমান উন্নয়ন গতি অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে প্রবৃদ্ধি ১০ শতাংশে পৌঁছাবে বলেও জানান তিনি।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ তাদের বনানী কার্যালয়ে এই সেমিনারের সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বলেন, ১৮ লাখ সরকারী চাকরিজীবীর ২ লাখ কেন্দ্রে রেখে, বাকিদের স্থানীয় পর্যায়ে পাঠালে, আর জেলাতেই কাজের দায়িত্ব থাকলে প্রবৃদ্ধি বাড়বে দ্রুত।
২০০৯ সালে ক্ষমতায় এসে ৯৫ হাজার কোটি টাকা থেকে এবার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেটকে উন্নয়ন স্মারক উল্লেখ করেন অর্থমন্ত্রী। জানান, আগামী অর্থবছরে তা হবে ৪ লাখ কোটি টাকা।
রাজনৈতিক অর্থনীতির আলোচনার এক পর্যায়ে অর্থমন্ত্রী ৫ই জানুয়ারীর নির্বাচনে না আসাকে খালেদা জিয়ার নির্বুদ্ধিতা বলে আখ্যা দেন।
জাতীয় পার্টি না এলে, সেই নির্বাচন হতো না বলেও হাস্যরস করেন অর্থমন্ত্রী।