ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ১৫ জনকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীতে সচিবালয়ের পাশে নো হর্ন জোন এলাকায় হর্ন বাজানোয় ১৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সহকারী পরিচালক সাইফুল আশরাফকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 

এ সময় সাতটি জিপ ও কার’র চালককে জরিমানা করেন আদালত। গাড়ির পাশাপাশি আটটি মোটরসাইকেলের চালককেও জরিমানা করা হয়। সচেতনতামূলক কার্যক্রমে পনের জনকে সতর্কতার জন্য সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়। আগামী রবিবার থেকে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নো হর্ন জোন এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে। 

কি আছে নীতিমালায়:
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারেন।

এমএস//আরকে