ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

নির্বাচন কমিশন গঠনে আইন প্রনয়ণের পক্ষেই বিশিষ্টজনেরা

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:১৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার

নির্বাচন কমিশন গঠনে আইন প্রনয়ণের পক্ষেই মত দিয়েছেন বিশিষ্টজনেরা। তারা মনে করেন, নতুন আইনেই সংঘাতময় পরিস্থিতি এড়ানো সম্ভব। তবে আইন করার আগে সব দলের সঙ্গে আলাপ-আলোচনারও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। এর আগে নতুন কমিশন গঠন নিয়ে ৩১টি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নতুন ইসি গঠনে প্রায় সব দলই আইন প্রনয়ণ, সার্চ কমিটি গঠন এবং নারী কমিশনার নিয়োগসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেছে রাষ্ট্রপতির কাছে। ই-ভোটিং চালু করাসহ কয়েক দফা প্রস্তাবনা এসেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে সংসদে না থাকায় আইন প্রনয়ণের বিষয়টি ছিলো না বিএনপির প্রস্তাবনায়। বিশিষ্টজনরা বলছেন, নতুন ইসি গঠনে আইনই হতে পারে সংকট উত্তরনের পথ। আলোচনার সময় আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি। দলগুলো রাষ্ট্রপতির এ আহ্বানে সাড়া দিলে সহজেই অনেক সমস্যারই সমাধান হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশিষ্ঠজনেরা বলছেন, সব দল নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নির্বাচন নিয়ে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারলে গণতন্ত্রেরই বিজয় হবে।  <ংঃৎড়হম>