ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

গ্রাহকের হাতে সুপেয় পানি তুলে দেবে ঢাকা ওয়াসা

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩৮ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার

আর নয় নোংরা-দুর্গন্ধযুক্ত পানি। ২০১৯ সালেই পদ্মার পানি শোধন করে গ্রাহকের হাতে তুলে দেবে ঢাকা ওয়াসা। এজন্য মুন্সীগঞ্জের জশলদিয়ায় বসানো হচ্ছে প্ল্যান্ট। রাজধানীর মানুষ এখান থেকে প্রতিদিন পাবেন ৪৫ কোটি লিটার সুপেয় পানি। প্রকল্পে ব্যয় হবে সাড়ে ৩ হাজার কোটি টাকা। পানির জন্য লাইন, রেষারেষি কিংবা দৌড়াদৌড়ি-গরমকালে রাজধানীবাসীর কাছে এমন দৃশ্য খুবই চেনাজানা। পাড়া-মহল্লায় পানির দাবিতে হয়েছে মিছিল, চলেছে রাজনীতি। সাম্প্রত এমন হাহাকার দূর হলেও বেশ কিছু এলাকায় ওয়াসার লাইনে পোকামাকড়ের বসতি এখনও বিদ্যমান। এসব অনাচার দূর করতেই মুন্সীগঞ্জের জশলদিয়ায় স্থাপন করা হচ্ছে পদ্মা পানি শোধনাগার। ওয়াসা বলছে, এতে যেমন দূর হবে দৈনন্দিন সংকট, তেমনি চাপও কমবে ভূগর্ভস্থ পানির উপর। ঢাকার মানুষকে সুপেয় পানি দেয়ার প্রতিশ্রুতি ছিল বর্তমান সরকারের। তাই এবার নজর দেয়া হচ্ছে প্রকল্প বাস্তবায়নে। রাজধানী সংলগ্ন নদীগুলোর পানি শোধনের একেবারেই অযোগ্য। তাই পদ্মা-জশলদিয়া প্রকল্প বাস্তবায়ন হলে পূরণ হবে মেগাসিটির দেড় কোটি মানুষের চাহিদা।