ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ২য় পর্ব

প্রকাশিত : ০১:১২ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:১২ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ২য় পর্ব। বিভিন্ন জায়গা থেকে এসে সমবেত হয়েছেন মুসল্লীরা। ফজরের নামাজ আদায়ের পর, আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। কড়া নিরাপত্তা ব্যবস্থায় নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় যোগ দিতে টঙ্গীর তুরাগ পাড়ে জমা হয়েছেন মুসল্লীরা। এ পর্বে দেশের ১৬ জেলার মুসল্লি ২৯টি খিত্তায় অবস্থান করছেন। ফজরের নামাজ আদায়ের পর পর শুরু হয় ইজতেমার আম বয়ান। আল্লাহ ও রাসুলের নির্দেশিত ইসলামী বিধানের উপর দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান দেন জৈষ্ঠ্য আলেম-ওলামারা। এবার মূল বয়ান করছেন ভারতের মাওলানা মোহাম্মদ শামীম। ইজতেমার এ পর্বে অন্যান্যবারের মতো দেশের বাইরে থেকেও এসেছেন মুসল্লীরা। মুসলিম বিশ্বের শান্তি লাভের আশা তাদের। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ৬ হাজার পুলিশসহ, র‌্যাব ও আনসার সদস্যদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। শুক্রবার দুপুরে বৃহত্তম জুমা’র নামাজে যোগ দেবেন লাখো মুসল্লী। মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় রোববার অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত।