ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে বার্সেলোনা

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:৫৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার

কোপা দেল রেতে জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে তারা। নিজেদের মাঠ এস্তাদিও মিউনিসিপাল স্টেডিয়ামে শুরু থেকেই বার্সেলোনার সাথে সমান তালে লড়তে থাকে রিয়াল সোসিয়েদাদ। তবে ২১ মিনিটে পেনাল্টি থেকে নেইমারের গোলে ১-০তে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর আক্রমণের মাত্রা বাড়ায় রিয়াল সোসিয়েদাদ। কিন্তু গোলের দেখা পায়নি তারা। ফলে এক গোরের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। প্রথম লেগের এ জয়ে সুবিধাজনক অবস্থানে থেকেই নিজেদের মাঠে দ্বিতীয় লেগে খেলতে নামবে বার্সেলোনা।