বিএনপির প্রস্তাব নির্বাচন ভন্ডুল করার প্রস্তাবঃ তথ্যমন্ত্রী
প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার
অনির্বাচিত অন্তবর্তীকালীন সরকার গঠনে বিএনপির প্রস্তাবটকে নির্বাচন ভন্ডুল করার
প্রস্তাব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।
শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের বিধান আদালত নাকচ করে দেওয়ার পর সেই অবকাশ আর নেই। বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, রাজাকার ও জঙ্গীদের সাথে গণতন্ত্র মজবুত করা যায় না।