সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা দমনে কোন আপোষ নয়ঃ ওবায়দুল কাদের
প্রকাশিত : ০২:১৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:১৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার
সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা দমনে কোন আপোষ নয় বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জগন্নাথ হলের এলামনাই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এসব শত্রুদের দমনে সম্মিলিত প্রচেষ্টা গড়ে তুলতে হবে। এর আগে প্রদীপ জ্বালিয়ে জগন্নাথ হল এলামনাই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, রাজনীতিবিদদের শুধু রাজনীতি নিয়ে নয় দেশের যুব সমাজ কেন বিপথে যাচ্ছে তার কারন খুঁজে বের করে তাদের রক্ষা করতে হবে।