ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

রাষ্ট্রপতির নিরপেক্ষ ভূমিকা নিয়ে শংকা প্রকাশ করেছে বিএনপি

প্রকাশিত : ০২:১৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:১৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার

সরকার দলীয় মন্ত্রী ও আওয়মী লীগের হস্তক্ষেপে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির নিরপেক্ষ ভূমিকা নিয়ে শংকা প্রকাশ করেছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে চায় এমনটি দাবি করে রিজভী বলেন, দলীয় লোক দিয়ে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করা হলে জনগন তা মেনে নেবে না। জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদও সংশয় প্রকাশ করেন নির্বাচন কমিশন নিয়ে।