ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

মুসলিম দেশগুলোকে নিয়ে ফোরাম গঠনের আহবান

প্রকাশিত : ০৬:২১ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:২১ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার

বিশ্বব্যাপী মুসলমানদের ওপর নির্যাতন, গণহত্যা ও সহিংসতা থামাতে মুসলিম দেশগুলোকে নিয়ে একটি ফোরাম গঠনের আহবান জানিয়েছে আহলে সুনাœত আল জামায়াত। শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত সমাবেশ থেকে এ আহবান জানান সংগঠনের  প্রধান সমন্বয়কারী মাওলানা এম এ মতিন। তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গীবাদ থেকে মুক্তি পেতে বিশ্ব জনমত গড়ে তুলতে হবে। এছাড়া বিশিষ্ট আলেম নুরুল ইসলাম ফারুকী হত্যাকান্ডের তিন বছর পেরিয়ে গেলেও এখনো কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে সুনাœত আল জামায়াতের জেলা ও মহানগর নেতারা।