ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

নারায়ানগজ্ঞের ৭ খুনের ঘটনার দায় র‌্যাবের নয়ঃ র‌্যাবের মহাপরিচালক

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩২ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার

নারায়ানগজ্ঞের ৭ খুনের ঘটনার দায় র‌্যাবের নয়। এর দায় দায়িত্ব যারা অপরাধের সঙ্গে জড়িত ছিল  তাদের বলে মন্তব্য করেছেন, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। শুক্রবার সকালে রংপুরে ষ্টেশন এলাকায় র‌্যাব ১৩ এর কার্যালয়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সে সময় তিনি আরো বলেন, কোন ব্যাক্তির অপরাধের দায় র‌্যাব নেবে না। দন্ডপ্রাপ্তদের কারনে র‌্যাবের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলেও মনে করেন তিনি। হত্যাকান্ডে জড়িতদের তাৎক্ষনিক প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে বেনজির আহমেদ বলেন, দোষিদের উপযুক্ত শাস্তি নিশ্চিতে আইনের আওতায় আনা হয়েছে।