ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে ১৭টি সেকেন্ডারী ডাম্পিং ট্রান্সফার স্টেশন নির্মাণ করা হবে- মেয়র সাঈদ খোকন

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ৯ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৪:১৮ পিএম, ৯ মার্চ ২০১৬ বুধবার

Said Khokonরাজধানীকে পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ১৭টি আধুনিক সেকেন্ডারী ডাম্পিং ট্রান্সফার স্টেশন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। হাজারীবাগে দেশের প্রথম ডাম্পিং সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন উদ্বোধন শেষে এ কথা জানান তিনি। মেয়র বলেন, ৬ মাসের মধ্যে, পর্যায়ক্রমে বাকি স্টেশনগুলো নির্মাণ করা হবে। রাস্তায় ছড়িয়ে থাকা আর্বজনা যেন জনদূর্ভোগের কারন না হয়, সেজন্যই এ উদ্যোগ বলে জানান তিনি। এ সময়, অন্যান্যের মাঝে ছিলেন সংসদ সদস্য ফজলে নূর তাপস।