ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩২ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার

আর মাত্র কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক কেমন হবে তা দেখার অপেক্ষায় বিশ্ব। ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কের রাস্তা এখন ট্রাম্পবিরোধীদের দখলে। অবস্থান নিয়েছেন ট্রাম্প সমর্থকরাও।  বিশ্বের বিভিন্ন দেশেও চলছে পক্ষে-বিপক্ষে কর্মসূচি। ভিন্ন এক যুক্তরাষ্ট্রকে দেখছে বিশ্ব। একদিকে চলছে ৪৫তম প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের আয়োজন। অন্যদিকে নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ-আন্দোলন। ক্যাপিটল হিলে বাংলাদেশ সময় রাত ১১টায় দিকে শপথ নেয়ার কথা ট্রাম্পের। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো এলাকা। অবস্থান নিচ্ছেন ট্রাম্প সমর্থকরা। চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভও। বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসিতে সংঘর্ষে জড়িয়ে পড়েন দু’পক্ষ। শুধু ওয়াশিংটনই নয়, নিউইয়র্কের রাস্তাও দখল করে রেখেছে বিক্ষোভকারীরা। বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ। লন্ডন, সিডনীতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। অন্যদিকে রাশিয়ায় চলছে ট্রাম্পকে স্বাগত জানানোর প্রস্তুতি। চীন, তাইওয়ান, ফ্রান্সসহ বিভিন্ন দেশ ট্রাম্পের ক্ষমতা গ্রহণের অপেক্ষায় রয়েছে। এরআগে শপথের প্রাক্কালে লিংকন মেমোরিয়ালে এসেছিলেন ট্রাম্প ও তার পরিবার। জনতার উদ্দেশ্যে বলেন, ঐক্যের দেশ গড়তে চান তিনি। বদলে দিতে চান যুক্তরাষ্ট্রকে। তবে শেষ পর্যন্ত নতুন মার্কিন প্রেসিডেন্ট কি বার্তা নিয়ে আসেন তার দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব।