বাংলাদেশের ক্রিকেট আগের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী
প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:৪২ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার
ক্রাইস্টচার্চে আরেকটু ভালো ব্যাটিংয়ে বড় স্কোরই চেয়েছিলো বাংলাদেশ। প্রথম দিন শেষে ওপেনার সৌম্য সরকার জানালেন, দ্বিতীয় দিনে দ্রুতই নিউজিল্যান্ডের সবগুলো উইকেট তুলে নিতে চান তারা। এদিকে কিংবদন্তী কিউই অল-রাউন্ডার স্যার রিচার্ড হ্যাডলি বলেছেন, বাংলাদেশের ক্রিকেট আগের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী।
তিন টেস্টের ছোট্ট ক্যারিয়ার, ক্রাইস্টচার্চে টেস্টে চোট আক্রান্ত বাংলাদেশ দলে সুযোগ পেলেন সৌম্য সরকার। সেঞ্চুরি না পাওয়ায় কিছুটা আক্ষেপ ছিল তাঁর কন্ঠে। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আসলেন বাংলাদেশের টপ স্কোরার। জানালেন, দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য।
এদিকে, ক্যারিয়ারের ষষ্ঠবারের মত ৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের পেইসার টিম সাউদি। তাঁর মতে সবাই নিয়ন্ত্রিত বোলিং করায় সফরকারীদের প্রথম দিন অল-আউট করতে পেরেছে স্বাগতিকরা।
এদিকে, নিউজিল্যান্ডের সাবেক কিংবদন্তী স্যার রিচার্ড হ্যাডলি প্রশংসা করেছেন বাংলাদেশের। তবে, সাফল্য পেতে বেশি বেশি টেস্ট খেলার পরামর্শও তার।