ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

সহযোগি সংগঠনের স্বীকৃতি পেয়ে মৎস্যজীবী লীগের আনন্দ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার

বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম সম্মেলনে আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগি সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
 
সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সভাপতি দেবাশীষ দাস গুপ্ত বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর এড. মনীষ কান্তি দে মিন্টু, জেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ দাস রিপন, সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মহিবুর রহমান মুহিব, জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিনা রহমান, তাতী লীগের জেলা আহ্বায়ক রফিকুল ইসলাম তাহের, সদর তাতী লীগের আহ্বায়ক নুরুল আমিন, জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক টনিক বণিক, সদর থানা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। 

নেতৃবৃন্দরা গত ২০ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগি সংগঠনের স্বীকৃতি দেয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বলেন- ‘জাল যার জলা তার’-এই শ্লোগানকে বাস্তাবয়িত করার লক্ষ্যে নেতৃবৃন্দরা কাজ করে যাবেন। 

এসময় তারা প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলের জনগণের কাছে পৌঁছে দিতে এবং যে কোনও আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে নেতৃবৃন্দরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

এনএস/