ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বান্দরবানে লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:১৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার

বান্দরবান দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এতে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। ২৪টি দোকান মেলায় অংশ নেয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।