ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দ্বার খুলছে

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১০ পিএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার

অবশেষে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দ্বার খুলছে। চলতি সপ্তাহেই শুরু হবে প্রক্রিয়া। মালয়েশিয়া সফরে থাকা পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন। রোহিঙ্গা ইস্যুতে ওআইসি’র বিশেষ সম্মেলনে যোগদান শেষে শ্রমবাজার ইস্যু নিয়ে দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি। বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়া। নানা জটিলতায় ২০০৯ সাল থেকে বাংলাদেশী কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। অনেক চেষ্টার পর ২০১২ সালের নভেম্বরে দুই দেশের মধ্যে সরকারিভাবে কর্মী নেওয়ার চুক্তি হয়। এরপর মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রায় ১৪ লাখ ৫০ হাজার কর্মী নিবন্ধন করলেও গত ৪ বছরে খুব বেশি কর্মী পাঠানো সম্ভব হয়নি। এ অচলাবস্থার অবসানে নতুন করে জি-টুজি প্লাস চুক্তিও হয়। সবকিছু ঠিক থাকলে ওই চুক্তির আওতায়ই সপ্তাহখানেকের মধ্যেই মালয়েশিয়ায় শ্রমিক যাওয়া শুরু করবে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনশক্তি রপ্তানির সব প্রক্রিয়ায়ই হবে অনলাইনে। এরইমধ্যে ৬ হাজার শ্রমিকের কাগজপত্র সত্যায়ন করা হয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, ২০১৬ সারাবিশ্বে বাংলাদেশ থেকে যত জনশক্তি রপ্তানি হয়েছে চলতি বছর শুধু মালয়েশিযাতেই তার চেয়ে বেশি শ্রমিক রপ্তানি হবে।