ফেনীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু কালাম নিহত
প্রকাশিত : ১০:০১ এএম, ২১ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১০:০১ এএম, ২১ জানুয়ারি ২০১৭ শনিবার
ফেনীর সোনাগাজীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনীর কমান্ডার আবুল কালাম ওরফে ভাগিনা কালাম নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে রামদা, আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, শুক্রবার রাতে ইতালি মার্কেট এলাকায় অস্ত্র উদ্ধার করতে যায় র্যাব। এ’ সময় কালাম গুলি ছোঁড়ে। র্যাব পাল্টা গুলি ছুঁড়লে কালাম গুলিবিদ্ধ হয়। পরে সোনাগাজী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালামের বিরুদ্ধে সোনাগাজী থানায় ৩০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।