সিরাজগঞ্জে বেগুনে পোকার আক্রমণে কৃষকরা দিশেহারা
প্রকাশিত : ১১:২৮ এএম, ২১ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১১:২৮ এএম, ২১ জানুয়ারি ২০১৭ শনিবার
বেগুনে অতিমাত্রায় পোকার আক্রমণে দিশেহারা সিরাজগঞ্জের বেলকুচির চরের কৃষকরা। দাম ভালো হলেও এক তৃতীয়াংশ ফলন নষ্ট হয়ে যাওয়ায় কাক্সিক্ষত লাভ পাচ্ছেন না তারা। এদিকে, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সঠিক সময়ে সবজি বাজারজাত করতে না পারায় উপযুক্ত মূল্য না পাওয়ার অভিযোগও করেছেন কৃষকরা।
সবজিগ্রাম হিসেবেই পরিচিত বেলকুচির সগুনা। বিস্তীর্ণ চরের মাঠজুড়ে সবুজের সমারোহ। লাউ, টমেটো, আলু, কপি, বেগুন।
পানি নেমে গেলে সবজি আবাদ করে বন্যার ক্ষতি পোষানোর চেষ্টা করেন চাষীরা। কিন্তু এবার ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণে কাক্সিক্ষত ফল পাচ্ছেন না তারা। কীটনাশক ছিটিয়েও কোনো লাভ হচ্ছে না বলে জানান কৃষকরা। তাছাড়া অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণেও পান না ফসলের সঠিক মূল্য।
তবে পোকার আক্রমণ ঠেকাতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার না করে জৈবিকভাবে বালাই দমনের উপর গুরুত্ব দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
বেলকুচিতে এবার ৮৩৫ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। প্রায় সব ধরনের সবজির আবাদ করেন এখানকার কৃষকরা। ক্ষতি পোষাতে কৃষি বিভাগকে পাশে চান তারা।