সিরিয়ায় মার্কিন বিমান হামলায় শতাধিক জঙ্গি নিহত
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২১ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৯:৫৯ এএম, ২১ জানুয়ারি ২০১৭ শনিবার
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আল কায়েদার প্রশিক্ষণ ক্যাম্পে মার্কিন বিমান হামলায় শতাধিক জঙ্গি নিহত হয়েছে। এছাড়া, লিবিয়ায় নিহত হয়েছে আইএস এর ৯০ সদস্য।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিমান ও ড্রোনের সাহায্যে ওই হামলা চালানো হয়। আল কায়েদার বিরুদ্ধে হামলা সফল হয়েছে বলেও জানান তিনি। এদিকে, গত ২৪ ঘণ্টায় লিবিয়ায় মার্কিন বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী আইএস এর ৯০ সদস্য নিহত হয়েছে।